প্রাচীন মসজিদের একটি শহর বাগেরহাট

বেশ কিছু প্রাচীন মসজিদ এখানকার অন্যতম পর্যটন আকর্ষণ৷ ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদসহ খানজাহান আলীর এসব প্রাচীন স্থাপনা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ৷

বাগেরহাট শহরের মাঝে হযরত খানজাহানের (র) সমাধিসৌধ, মসজিদ আর প্রাচীন দীঘি৷ এছাড়া এই দিঘীর তীরে জিন্দাপীর মসজিদ আর নয় গম্বুজ মসজিদ নামে আরো দুটি মসজিদ আছে৷ হযরত খান জাহান আলীর (র) সমাধিসৌধ থেকে প্রায় এক কিলোমিটার দূরে ষাট গম্বুজ মসজিদ৷ এটি বাগেরহাটের প্রধান পর্যটন আকর্ষণ৷ বিশাল এই মসজিদ ইটের তৈরি৷ ষাট গম্বুজ নাম হলেও মসজিদটিতে একাশিটি গম্বুজ আছে৷ তবে মসজিদের ভেতরের ষাটটি স্তম্ভ থাকার কারণে এর নাম হতে পারে ষাট গম্বুজ৷ স্তম্ভগুলো কালো পাথরের তৈরি৷

এছাড়া বাগেরহাটের অন্যান্য প্রাচীন মসজিদগুলো হলো ষাট গম্বুজের পাশেই সিংড়া মসজিদ, রণবিজয়পুর গ্রামে বাংলাদেশের সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট মসজিদ রণবিজয়পুর মসজিদ৷ চুনাখোলা গ্রামের চুনাখোলা মসজিদ উল্লেখযোগ্য৷