ডেমো উপজেলা পরিষদ ডেমো উপজেলার তথ্য ভান্ডার
মেনু নির্বাচন করুন
সুন্দরগঞ্জ উপজেলায় আপনাকে স্বাগতম

 

সুন্দরগঞ্জ নামকরণের সঠিক কোন তথ্য না থাকলেও বিভিন্ন জনশ্রুতি বা কিংবদন্তির মাধ্যমে ‘সুন্দরগঞ্জ’ নামটা পাওয়া যায়। এই জনপদের উপর দিয়ে ব্রহ্মপুত্র নদ, তিস্তা নদী ও ঘাঘট নদী প্রবাহিত। কথিত আছে নদীর পাশে একটি গঞ্জ বা বাজার অবস্থান করতো এবং ব্যবসা-বাণিজ্যের জন্য এই গঞ্জের নাম ডাক ছিল। গঞ্জের লোকজনের আচার-আচরণ, স্বভাব-চরিত্র এবং চেহারা সুন্দর থাকায় এ জনপদের নাম হয় সুন্দরগঞ্জ।
আর একটি কিংবদন্তি প্রচলিত আছে, তাতে বলা হয়েছে তাজহাটের রাজা গোপাল রায় বাহাদুরের পুত্র ছিল সুন্দর লাল বাহাদুর। তিনি খাজনা আদায়ের জন্য অত্র এলাকায় আসতেন ও মেলার প্রচলন করেন। বলা হয়ে থাকে রাজার পুত্রের নামানুসারে এ এলাকার নাম হয় সুন্দরগঞ্জ।

ভিডিও গ্যালেরী