ডাকসু নির্বাচনে সমাজ সেবা সম্পাদক পদে মনোনীত হয়েছেন শমশেরনগরের সন্তোষ রবিদাস অঞ্জন

0
2

শমশেরনগরের সন্তান সন্তোষ রবিদাস অন্জন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলে ‘সমাজ সেবা সম্পাদক’ পদে মনোনিত হয়ে সকলের নিকট দোয়া ও আশির্বাদ চেয়েছেন। তিনি বর্তমানে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে চতুর্থ বর্ষে পড়ছেন, জগন্নাথ হলের আবাসিক ছাত্র।‘বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদ’ এর আইন বিষয়ক সম্পাদক, ‘একটি বিদ্যার্থীর দৃষ্টি সংঘের’ সভাপতি, ‘বাংলাদেশ রবিদাস ছাত্র পরিষদের’ দপ্তর সম্পাদক এবং ঢাকা ইউনিভার্সিটি আল্যামনাই’ এর একজন স্বেচ্ছাসেবী সদস্য। আসন্ন ‘ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে একজন “সমাজ সেবা সম্পাদক” পদপ্রার্থী। সন্তোষ রবিদাসের জন্ম সিলেটের মৌলভীবাজারের শমশেরনগরে।মৃতঃসত্যনারায়ন রবিদাসের সন্তান,তিনি একভাই ও একবোনেরর মধ্যে দ্বিতীয়। পিছিয়ে পড়া জনগোষ্টী থেকে বিশ্ববিদ্যালয়ে ওঠে আসা ছাত্র তিনি। একমন্তব্যে বলেন, ‘চা শ্রমিক সন্তানরা বুঝে পাহাড়ে উঠতে কতটুকু দম লাগে।আমি থেমে থাকিনি,আমি এই চূড়ায় উঠতে পেরেছি।সামনের চূড়ায়ও উঠতে চাই।আমি চাই একজন সমাজ সেবা সম্পাদক হয়ে তাদেরকে সেবা করতে যারা আমার মতো অবহেলিত,পিছিয়ে পড়া জনগোষ্টী থেকে ওঠে এসেছেন এই সর্বোচ্চ বিদ্যাপিঠে।’ছাত্র সমাজের সামাজিক উন্নয়নের জন্যে তথা সমাজ সেবার লক্ষ্যে স্বতন্ত্র প্যানেল থেকে নমিনেশন ফর্ম তুলেছিলাম,মনোনিত হয়েছি।ক্ষমতা নই,সেবা দান ই হোক প্রতিটি ডাকসু প্রার্থীর মূল লক্ষ্য,সবাইকে সেবা করার সুযোগটা চাই আর ধন্যবাদ জানাই সকলকে,’তিনি প্রকাশনাতে জানিয়েছন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here