ব্রাজিলের প্রীতি ম্যাচের দলে ভিনিসিয়াস

0
5

দারুন সম্ভাবনা নিয়ে পথ চলা শুরু করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে এখন প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলছেন। বয়স মাত্র ১৮। কিন্তু এরইমধ্যে নজর কেড়েছেন ফুটবল বিশ্বের। তবে তার স্বপ্ন একটাই-ব্রাজিল দলে নেইমার সঙ্গে খেলা। সেই লক্ষ্য পূরণের পথে আরো একধাপ এগিয়ে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

যদিও নেইমার চোটের কারণে দলের বাইরে। তবে জাতীয় দলে যেহেতু ডাক মিলেছে স্বপ্ন তো এক সময় ধরা দেবেই। পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ তিতে। সেখানেই আছেন ভিনিসিয়ুস।

ফরোয়ার্ড হিসেবে ব্রাজিল দলে জায়গা পেলেন ভিনিসিয়ুস। এই পজিশনেই অবশ্য খেলেন নেইমার। অবশ্য এটা নিয়ে সিনিয়র ফুটবলারের সঙ্গে সমস্যা হবে না তার। কারণ আক্রমণভাগে যে কোন পজিশনেই মানিয়ে নিতে প্রস্তুত এই তরুণ ফুটবলার।

ভিনিসিয়ুসের পাশাপাশি ফরোয়ার্ড হিসেবে ব্রাজিল দলে আছেন ফিরমিনো ও গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন। মিডফিল্ডে তিতে ভরসা রেখেছেন কাসেমিরো, ফাবিনহো আর ফিলিপে কুতিনহোদের ওপর। গোলপোষ্টে যথারীতি আছেন অ্যালিসন।

ব্রাজিল দল:

গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, ওভেরটন
ডিফেন্ডার: মিরান্ডা, থিয়াগো সিলভা, এডের মিলিতাও, মারকিনিওস, দানি আলভেজ, দানিলো, ফিলিপে লুইস, অ্যালেক্স সান্দ্রো
মিডফিল্ডার: কাসেমিরো, আর্তুর, ফাবিনহো, এলান, ফিলিপে কুতিনহো, ফেলিপে অ্যান্ডারসন, লুকাস পাকেতা, এভারটন

ফরোয়ার্ড: ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here