Warning: Creating default object from empty value in /home/raytahost/public_html/demo/news15/wp-content/themes/newsstar/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
শ্রীপুরে স্কুল ছাত্রকে উঠিয়ে নেয়ার সময় পুলিশ সদস্যসহ আটক ২ শ্রীপুরে স্কুল ছাত্রকে উঠিয়ে নেয়ার সময় পুলিশ সদস্যসহ আটক ২ – My Blog
Warning: Use of undefined constant jquery - assumed 'jquery' (this will throw an Error in a future version of PHP) in /home/raytahost/public_html/demo/news15/wp-content/themes/newsstar/functions.php on line 28

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম
সাংবাদিক ইমরান মাসুদের জম্মদিন আজ মুজিববর্ষে অভিষেক হল শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের “শুদ্ধ সাংবাদিকতার চর্চা করতে হবে”- শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাতে এমপি সবুজ। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় থাকবে ইভিএম আমাদের সেনাবাহিনী থাকবে সবসময় যুগোপযোগী ও আধুনিক : প্রধানমন্ত্রী ক্যাসিনো ব্যবসার অভিযোগে শেখ সেলিমের ছোট ভাইকে দুদকে তলব অবশেষে বেরিয়ে আসল হাতিরঝিলের ভাইরাল হওয়া ‘মানব কুকুরের’ রহস্য! ধামরাই এ আলোকিত যাদবপুরের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। ঈশ্বরদীতে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা প্রদান। নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
শ্রীপুরে স্কুল ছাত্রকে উঠিয়ে নেয়ার সময় পুলিশ সদস্যসহ আটক ২

শ্রীপুরে স্কুল ছাত্রকে উঠিয়ে নেয়ার সময় পুলিশ সদস্যসহ আটক ২

আফজাল হোসেন (নিজস্ব প্রতিবেদক)-গাজীপুরের শ্রীপুরে এক স্কুল ছাত্রকে উঠিয়ে নেয়ার সময় ময়মনসিংহ শিল্প পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জৈনা বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় জনতা।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার-শৈলাট রোডের আকরাম ইলেট্রনিক্সে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, ময়মনসিংহ শিল্প পুলিশ বিভাগের সহকারি পুলিশ সুপারের কার্যালয়ের (ভালুকা) কনস্টেবল অমিত বড়ুয়া। সে চট্টগ্রাম জেলার চাঁদগাঁও উপজেলার বড্ডার হাট গ্রামের দিপু বড়ুয়ার ছেলে। মো.জনি মিয়া (২০) ময়মনসিংহের ভালুকা উপজেলার লবনকুঠা গ্রামের মো.আবুল হোসনের ছেলে। পালিয়ে যাওয়া অপর দুই জন একই উপজেলার আওলাতলি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে সাজিদ (২০),আবুল কাশেম মিয়ার ছেলে শান্ত মিয়া (২০)।

আটককৃত জনি জানান,ফেসবুকের আইডি হ্যাক করে আমাকে বিভিন্ন ধরনের হুমকী দিচ্ছিল রমজান আলী।

আকরাম ইলেট্রনিক্সের মালিক আকরাম হোসেন কাজল জানান, সন্ধ্যার দিকে আমার দোকানে আমার ভাতিজা রমজান আলী(১৮) বসে ছিলো, এসময় চারজন লোক পুলিশ পরিচয়ে আমার ভাতিজাকে দোকান থেকে মোটরসাইকেল যোগে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আমার ভাতিজার চিৎকারে বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন দুইজনকে আটক করে,বাকি দুইজন পালিয়ে চলে যায়।

স্থানীরা জানান, জোরপূর্বক তারা (অমিত ও জনি) উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় রমজানের চিৎকারে আশপাাশের ব্যবসায়ীসহ স্থানীয়রা ওই পুলিশ সদস্যসহ দুইজনকে ঘেরাও করে ফেলে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যসহ দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost