Header Border

ঢাকা, বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২০ ইং | ৮ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০°সে

গাছে থাকতেই ফরমালিন দেয়া হচ্ছে লিচুতে

আব্দুল আওয়াল ।।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের রাণীশংকৈল হরিপুরে ফরমালিন ছিটানো হচ্ছে লিচু বাগানগুলোতে।
কিছু অসাধু লিচু ব্যবসায়ী পবিত্র রমজান মাসে অধিক মুনাফার লোভে দেদারসে এসব কারবার করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। যা অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি। উপজেলার বিভিন্ন লিচু বাগান সরজমিনে ঘুরে দেখা যায় ব্যবসায়ীরা সময়ের আগে লিচু বাজারজাত করার জন্য অপরিপক্ক লিচুতে ফরমালিন স্প্রে করছে। ফলে অপরিপক্ক ফলটি দুই থেকে তিন দিনের মধ্যে পেকে যাচ্ছে। সাথে সুন্দর রং হচ্ছে। ফরমালিন হচ্ছে একটি রাসায়নিক যৌগ। যা ব্যবহারের ফলে মানুষের অধিক স্বাস্থ্যের ঝুঁকি থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অনেক প্রভাব ফেলে। ভোমরাদহ ডাঙ্গীপাড়া গ্রামের আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, আশরাফ, আলতাফুর, দিনাজপুর জেলার বিরল উপজেলার আব্দুর রহমান সহ বেশ কয়েকজন অসাধু ব্যবাসায়ীরা লিচুতে ফরমালিন ব্যবহার করছে। যাতে করে সময়ের আগেই লিচুর সুন্দর রং এবং পেকে যাচ্ছে। যা খেয়ে শিশু সহ মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ জানায়, লিচুতে ফরমালিন স্প্রে করা যায় না তবে তারা অন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, আমাদের এখানে ফরমালিন পরীক্ষা নিরীক্ষা করার কোন ব্যবস্থা নেই। তবে আমি ঢাকা ও রাজশাহীতে কথা বলেছি দু একদিনের মধ্যেই ঢাকা থেকে ফরমালিন বিশেষজ্ঞ টিম আসবে। তারপর পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু
থানা হাজতে মাদকসেবীর ‘আত্মহত্যা’
নীলফামারীতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ১৪
তিস্তা নদীর বিপদসীমার পরিমাপ পরিবর্তন
ডিমলায় সিপিবির স্মরণ সভা
ডিমের ডজন ৬৫ টাকা

আরও খবর

error: Content is protected !!