উত্তর সিটির মেয়র পদে নৌকার আতিক এগিয়ে

0
10

ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ৩৮২ কেন্দ্রে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ২ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকে জাতীয় পার্টির শাফিন আহমদ পেয়েছেন ৯ হাজার ৭৫০ ভোট।

এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান (আম) ১৯৪৮, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খান (বাঘ) ২০৪২, স্বতন্ত্র প্রার্থী রহিম (টেবিল ঘড়ি) ২১২১ ভোট পেয়েছেন।

ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে ভোট কেন্দ্র ছিল ১২৯৫টি। এর মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮২ কেন্দ্রের ফলাফলা ঘোষণা করা হয়েছে।

ডিএনসিসির মেয়র পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ডিএনসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী রয়েছেন। ডিএসসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত এক নাগাড়ে এই সিটিতে ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি তেমন একটা দেখা না গেলেও যেসব নতুন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হচ্ছে সেখানে ভোটার উপস্থিতি কিছুটা বেশি ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here