দরিদ্র মেডিকেল শিক্ষার্থীদের বৃত্তি দেবে ওরিয়ন ফার্মা লিমিটেড

0
121

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজপড়ুয়া মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ওরিয়ন ফার্মা ওয়েলফার ট্রাস্টের মাধ্যমে এই বৃত্তি দেয়া হচ্ছে। মেডিকেল প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

ওরিয়ন ফার্মার ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে যথাযথভাবে তা পূরণ করে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়: মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্ট, ওরিয়ন ফার্মা ওয়েলফেয়ার ট্রাস্ট, ওরিয়ন হাউস, ১৫০-১৫৪, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৮।

আবেদনপত্রের সঙ্গে নিজ মেডিকেল কলেজের অধ্যক্ষের প্রত্যয়নপত্র, পূরণকৃত আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র/ স্মার্ট কার্ড/ জন্ম সনদের ফটোকপি, অভিভাবকের বাৎসরিক আয়ের সনদপত্র (ওয়ার্ড কমিশনার/ ইউপি চেয়ারম্যান/ নিয়োগদাতা প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়িত), ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং নিজ মেডিকেল কলেজ থেকে রেজিস্ট্রেশনের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে।

শিক্ষা বার্তা-আ.আ.হ/মৃধা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here