পাবিপ্রবিতে ছাত্র উপদেষ্টা হলেন আরিফ

0
110

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান।

বিশ্ববিদ্যায়ের কতৃপক্ষ আগামী এক বছরের জন্য মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহকে ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেন। নিয়োগ প্রাপ্ত নতুন ছাত্র উপদেষ্টা বঙ্গবন্ধু হলে স্থাপিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় প্রক্টর ড. প্রীতম কুমার দাস, অতিরক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, পরিবহন প্রশাসক রাশেদুল হক, উপরেজিস্ট্রার কামরুল হাসান, উপগ্রন্থাগারিক হাফিজুর রহমান মোল্লা, সহকারী প্রক্টর মো. ফারুক আহম্মদ, প্রোগ্রামার মনিরুজ্জামান, জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী, নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার হাসিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম ও ড. প্রক্টর প্রীতম কুমার দাসের উপস্থিতিতে মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ দায়িত্ব গ্রহণ করেন।

শিক্ষা বার্তা-আ.আ.হ/মৃধা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here